Three Reasons For Higher Education In Turkey
Why Turkey for higher education? A lot of Bangladeshis have the same question!
উচ্চ শিক্ষার জন্য কেন তুরস্ক? অনেক বাংলাদেশির মনেই এ প্রশ্ন ।
Hello everyone! This is Shakil Reja Efti.
শুভেচ্ছা সবাইকে! আমি শাকিল রেজা ইফতি।
I am coming from DInajpur, a district situated to the north of Bangladesh.
বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর থেকে এসেছি।
I have come to Turkey after the completion of my secondary and higher secondary level of education from Dinajpur Zilla School and Dhaka Saint Joseph Higher Secondary School respectively.
দিনাজপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সেন্ট যোসেফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে আমি তুরস্কে এসেছি।
Today I will try to make you understand the reasons that forced me to come to Turkey for my higher education.
আমার তুরস্কে পড়তে আসার পেছনের কারণগুলো আজ আমি আপনাদেরকে জানাবো।
Here I am studying at the University of Istanbul’s Department of Journalism.
এখানে আমি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত আছি।
Turkey is in a very important position in the world’s map.
তুরস্ক পৃথিবী মানচিত্রের খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থানে।
The people of Turkey are very culture-centric, very much into their literature and culture.
তুরস্কের মানুষজন সাহিত্য-সংস্কৃতি কেন্দ্রিক।
Their food habit is also very famous in all over the world.
তাদের খাদ্যাভ্যাসও পুরো পৃথিবীতে সুপরিচিত!
There are so many reasons as such that made me interested to pursue my higher education in Turkey.
এরকম আরও অনেক কারণ আছে, যা আমাকে তুরস্কে উচ্চশিক্ষা নিতে আগ্রহী করে তোলে।
Today I will make you understand three reasons that made me more interested to study in Turkey.
ঠিক এরকম তিনটি প্রধান কারণ নিয়ে আজকের এই ভিডিও।
Let’s see what they are.
তবে চলুন দেখা যাক কারণগুলো।
1.
১।
Because it is Turkey!
কারণ এটা তুরস্ক!
Waking up in the morning, you started on a ferry from the Asian part of Istanbul.
সকালে ঘুম থেকে উঠেই আপনি ইস্তাম্বুলের এশিয়ান অংশ থেকে একটি ফেরি করে রওয়ানা হলেন।
It took you to the European part in just 10 minutes!
১০ মিনিটের মাথায় পৌঁছে গেলেন ইউরোপীয় অংশে।
You crossed a continent in just a few minutes!
কত্তো অল্প সময়ে একটা মহাদেশ পাড়ি দিয়ে ফেললেন!
Does it not sound so impossible? It does! But possible in Istanbul!
খুব অসম্ভব শোনাচ্ছে, তাই না? কিন্তু ইস্তাম্বুলে সম্ভব!
Istanbul is the home to the world famous Hagia Sophia, Blue Mosque
বিশ্বখ্যাত আয়া সোফিয়া, ব্লু মস্ক-সহ সমস্ত শহরে
and so many ancient architectural landmarks.
আরও কত শত খুব প্রাচীন স্থাপত্যের নিদর্শন।
Which will make you feel the importance of history and culture of the country.
দেশটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে বেশ অবগত হবেন এর সবটা থেকে।
Not only Istanbul, all the cities of Turkey
শুধু ইস্তাম্বুল নয়, তুরস্কের প্রতিটি শহরেরই
Have their own cultural and historical value
নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনন্য বৈশিষ্ট্য আছে
That will help you expand your heart as a student
যেগুলো একজন শিক্ষার্থী হিসেবে আপনার চিন্তাভাবনাকে আরও প্রসারিত করে তুলবে।
It is not only about the academic lessons that you get from your university
বিশ্ববিদ্যালয়ের প্রাত্যহিক পড়াশোনা অবশ্যই সবটা নয়
But it is also about what you see around of you!
বরং আপনার আশেপাশের পরিবেশ থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন।
I am really enjoying my stay here as I am observing everything around me.
আমি সত্যিই এখানে সবটা খুব উপভোগ করছি।
You can also come here and explore the beauty of Turkey!
আপনিও এখানে আসতে পারেন এবং তুরস্কের অপার সৌন্দর্য আবিষ্কারে নিযুক্ত করতে পারেন নিজেকে।
2.
২।
Turkish People and Their Food
তুরস্কের মানুষজন এবং তাদের খাবার
Hospitality is a part of Turkish Culture.
অতিথিপরায়ণতা তুর্কি সংস্কৃতির একটি অংশ।
They are very interested in foreign culture.
বিদেশি সংস্কৃতির প্রতি তারা খুব আগ্রহী।
For example, whenever they get to know that I am coming from Bangladesh, they become so happy.
এই যেমন, আমি বাংলাদেশ থেকে এসেছি শুনে তারা খুব খুশি হন।
From the street tea vendors to the university teachers,
রাস্তার চা বিক্রেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
they have always showed their interest in our culture, language and history.
সবাই আমার থেকে বাংলাদেশি সংস্কৃতি, ভাষা ও ইতিহাস সম্পর্কে জানতে চান।
The people are so hospitable and friendly, that is why I like this country.
তুর্কিরা খুব আন্তরিক ও বন্ধুত্বসুলভ, তাই আমি এই দেশটিকে খুব পছন্দ করি।
The Turkish people, like the Bengalis, are very much into Adda.
বিশেষ করে বাঙালিদের মতো তুর্কিরাও খুব আড্ডা প্রিয়।
They love to talk a lot and make informal conversation which is so nice!
তারা গল্পের আসর জমাতে খুব পছন্দ করে।
Sitting in a café, drinking the Turkish cay and conversation for hours after hours
ক্যাফেতে বসে, তুর্কি চায়ের চুমুকে ঘন্টার পর ঘন্টা আলাপচারিতা
Is something Turkish people love to do
তুর্কিদের সবচেয়ে পছন্দের কাজগুলোর তালিকায় রয়েছে।
They become very good listeners when you talk to them about your own country and own culture
আপনি যখন নিজের দেশ এবং সংস্কৃতি সম্পর্কে বলেন, তুর্কিরা খুব মনোযোগী শ্রোতা বনে যান।
This is a very beautiful fact about Turkey in my point of view.
আমার মতে, এটা তুরস্ক সম্পর্কে খুব সুন্দর একটি বিষয়।
And yes, the Turkish food is world famous.
আর হ্যাঁ! তুর্কি খাবার বিশ্বখ্যাত!
The whole world is a fan of their cuisine.
পুরো পৃথিবীই তাদের খাবারের ভক্ত।
The foods here are very tasty and mouthwatering
এখানকার খাবার খুব সুস্বাদু এবং মুখরোচক।
Tough to explain in one video
একটি ভিডিওতে উপস্থাপন খুব কঠিন।
Another video only on Turkish food culture is a must
তুরস্কের খাবার সংস্কৃতি নিয়ে আরও একটি ভিডিও বানানোই শ্রেয়।
The Bengalis who are so much into food like me
আমার মতো যারা খুব খাদ্যপ্রিয় বাঙালি
And want to taste the foods of different countries
এবং পৃথিবীর বিভিন্ন দেশের খাবারের স্বাদ নিতে চান
For them, Turkish food is a must try and coming to Turkey is a must.
তাদের তো অবশ্যই তুর্কি খাবার খেতেই হবে এবং তুরস্কে আসতেই হবে!
So, I think, a country where the foods are that delicious
সুতরাং একটা দেশ যেখানে খাবার এতো সুস্বাদু
The people are that friendly
মানুষজন এতো বন্ধুত্বপূর্ণ
Higher education can be done in that country without giving it a second thought as I did
উচ্চশিক্ষা গ্রহণে সেই দেশে চোখ বন্ধ করে যাওয়া যায়, যেমন আমি এসেছি!
I invite you all to come to Turkey to try the Turkish foods and to enjoy the wonderful behavior of Turkish people.
তুরস্কের মজাদার খাবার খেতে এবং এখানকার মানুষের অসাধারণ ব্যবহারে মুগ্ধ হতে অবশ্যই তুরস্কে আসুন!
3.
৩।
Turkish Universities and Academic Life here
তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলো এবং এখানকার শিক্ষাজীবন
Starting from the faculty of Medicine, Engineering to the faculty of Social Sciences
চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল বিদ্যা থেকে শুরু করে সমাজবিজ্ঞানের নানা অনুষদ-
The universities have the opportunities to study in any of the departments that you are interested in.
সবগুলো ক্ষেত্রেই এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার সুযোগ আছে।
The opportunity of research is also very good here.
গবেষণার সুযোগও যথেষ্ট উন্নত।
At the same time universities offer courses both in Turkish or English medium
বিশ্ববিদ্যালয়গুলোতে তুর্কি ও ইংরেজি উভয় মাধ্যমেই পড়াশোনার সুযোগ আছে।
So you can choose your preferred language of instruction.
আপনি আপনার পছন্দের মাধ্যম নির্বাচন করতে পারেন।
the academic life in the universities is really modern and timely.
এখানে শিক্ষাজীবন যথেষ্ট আধুনিক ও সময়োপযোগী।
The dormitories are also very nice here.
এখানকার ডরমিটরি সুবিধাও বেশ ভালো।
You get to have dormitories both in public and private arrangements here
সরকারি ও বেসরকারি উভয় আয়োজনেই ডরমিটরি রয়েছে এখানে।
The environment of the dormitories is very quiet
ডরমিটরির পরিবেশ খুব শান্ত।
So as a student you can really enjoy your academic life here.
সুতরাং একজন শিক্ষার্থী হিসেবে আপনি আপনার এখানকার শিক্ষাজীবন বেশ উপভোগ করতে পারেন।
At the same time, as Turkey has become a very desirable country
পাশাপাশি, যেহেতু শিক্ষার্থীদের কাছে তুরস্ক খুব আগ্রহের একটা দেশে পরিণত হয়েছে
Not only for the students of the countries like Bangladesh, Pakistan, India
শুধু বাংলাদেশ, পাকিস্তান ও ভারত
or any of the South Asian countries
অথবা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের শিক্ষার্থীদের জন্য নয়
But also for the students from all parts of the globe
পুরো পৃথিবীর শিক্ষার্থীদের কাছেই এখন তুরস্ক খুব আগ্রহের একটি গন্তব্য।
You get to have classmates from different parts of the world.
তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সহপাঠী মেলে।
For example, now I can say that I have friends from all over the world.
যেমন, এখন আমি বলতে পারি বিশ্বের সব প্রান্তেই আমার বন্ধু রয়েছে।
Wherever in the world I go, I get my friends around.
বিশ্বের যে অংশেই যাই, আমার বন্ধু রয়েছে।
That is really an amazing thing about Turkey
তুরস্ক সম্পর্কে একটি অসাধারণ ব্যাপার হল এটা।
That you get along with the international friends
আন্তর্জাতিক একটি পরিবেশে নিজেকে গড়ে তোলা যায়।
You get to know about their culture, history which is really important.
বিভিন্ন দেশের বন্ধুদের থেকে তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে জানা যায়।
So at last what I want to say is
সুতরাং পরিশেষে যেটা বলতে চাই,
Turkey is a wonderful place to pursue your higher education in.
উচ্চশিক্ষার গ্রহণের জন্য তুরস্ক খুবই অসাধারণ একটি দেশ।
You must consider Turkey when you are planning for your higher studies in a foreign country.
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা থাকলে তালিকায় অবশ্যই তুরস্কের নামটি রাখতে পারেন।
I am very happy to have the opportunity to study here.
এখানে পড়াশোনার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত।
I am waiting for you all to welcome you here in Turkey
আপনাদের জন্যও অপেক্ষা করছি তুরস্কে।
and wishing you a very successful Academic life ahead.
এবং আপনাদের সবার শিক্ষাজীবনের সাফল্য কামনা করছি।
I thank you so much for listening to me.
আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
I hope to come to you again with videos about Turkish culture, Turkish food and what not!
তুরস্কের সংস্কৃতি, খাবারদাবার এবং আরও অনেক কিছুর ভিডিও নিয়ে সামনে আবার হাজির হবো।
So keep tuned to HepTurkce and keep listening to our videos.
সুতরাং হেপ-তুর্কচে’র সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের ভিডিওগুলো।