10 Points About Turkey Scholarship – তুর্কি সরকারের বৃত্তি সম্পর্কে দশটি বিষয়
Is it possible to avail of fully funded scholarship to study in Turkey? Is it possible to avail of fully funded scholarship to study in Turkey accommodation, health insurance and all? Hello everyone! This is Shakil Reja Efti. I’m from Bangladesh. I’m a student at the University of Istanbul, availing the fully funded Turkish government scholarship scholarship to pursue my higher education here, I mean, my undergrad here. Today in this video I’ll try my best to talk about the ins and outs of Turkish Government Scholarship, in other words Turkiye Burslari. All the information that I’m going to talk about today are already available in the Turkiye Burslari website. For your convenience we will mention this website’s link in the description box ofthis video. Well, then why you should take your time to watch this video? You should watch it because in this video I’m going to talk about 10 different points related to that scholarship from my experience as an applicant and finally as a winner of that scholarship from Bangladesh.
1. Who can apply for this scholarship?
This scholarship program is designed for the students, I mean, for the international students those who are planning to pursue their bachelor’s, master’s or PhD degree from some Turkish University, so if you are in the final year of the respective institution where you are studying in, I mean, if you’re in the final year and expecting to graduate from that Institute in the year that you are planning to apply for the scholarship for or if you are already graduated from your Institute you can apply for this scholarship. Well there is also the age criteria that I must mention here. if you are planning to apply as an undergrad applicant you must be under the age of 21.. to be under the age of 30 for master’s applicant, to be under the age of 35 for PhD applicants so if your ages meet those requirements and if your Academy qualification also meets those requirements you can obviously apply for this scholarship and avail the scholarship and enjoy the facilities provided by this scholarship.
2. When to apply?
Based on the level of education like undergrad or post-grad and also based on the countries, there used to be three different rounds of application before. But from 2019 the scholarship committee has started to run the application process in one round. In 2019, if I say, the application process lasted for one month around, like it started from 15th of January and it lasted till 24th of February. So if you are applying for this scholarship and if you have the plan to apply for this scholarship in the upcoming years, just go to your desk, open the calendar and mark these dates because I’ve seen a lot of students those were interested to apply for this scholarship, but just for the sake of missing out the dates of application they couldn’t end up applying. So I would request you go to your calendar and mark these dates. At around January in the upcoming year, it should start.
3. Minimum Academic Criteria
Minimum academic criteria for this scholarship is, like if you are applying as a bachelor’s applicant, in your final year of high school you should have 70%, at least 70% of score. If you are applying as a masters or PhD you should have 75% and for medicine faculties you should have 90%. Well, if your score doesn’t meet the requirement, doesn’t meet those criteria, should you give up? The answer is a big no! Do not give up, just give it a try even if you don’t have a lot of score, just give it a try because maybe something that you have written about yourself in the motivation letter could create a very good impression about you before the application committee and you got the call for interview. You never know! So it’s always good to give it a try because you never know what’s waiting for you, but yeah it’s always encouraged to have a very good score because the higher your score is the greater your possibility gets.
4. International Scores
Well, the necessity of these scores entirely depends on the university specific requirements. So when you are going to give the university list, try to do research beforehand, like the department and the university that you’re going to apply for- does that department, that specific department, that you’re going to apply for, really require those scores or not? If that department requires the score, the University Authority will ask you for the scores if it doesn’t require these scores, the university authority will not ask for them. So it’s really important to have a very deep research on the universities and the faculties that you’re going to apply for and accordingly you can decide whether you need those tests or you don’t. TOEFL or IELTS? I’m sure you all have this question, specially when you are planning for your higher education abroad this is one of the most prominent questions that you ask yourself and that people ask to you whether you should go for TOEFL or you should go for IELTS. Well, from my research and from my search of the universities have come to know that all the Turkish universities accept TOEFL score. There are so many universities also they’re accepting IELTS score. So as long as you don’t know which university and which program you’re going to apply for it’s always safe and it’s always good for you to go for TOEFL score because it’s going to be accepted by all the universities and all the programs that you are going to apply for. So always go for TOEFL, not IELTS as long as you don’t know which university you’re going to apply for. At this point I must mention one more thing which is about the language of instruction in most of the Turkish universities. Most of the Turkish universities offer their courses in Turkish language There are good many universities also offering their courses in English. So it doesn’t matter if your program is going to be in English or it is going to be in Turkish- If you win this scholarship, under the scholarship agreement It’s a must for you to learn Turkish language. You have to go for a 10-month Turkish language course which is a very wonderful part about this scholarship in my point of view. I would obviously love to learn a language for free! I’m sure you’d also love to learn a language for free. This ten months under the scholarship agreement you are learning Turkish language for free which is a great chance. Just avail that. Well, you may also ask me another question. For example, you may apply for Turkish programs. If you are applying for Turkish programs should you submit your TOEFL or IELTS score? The answer is, if you have the TOEFL or IELTS score already with you, do not forget to submit them. For example, the Department where I am applying personally, I mean I am studying personally Department of journalism at the University of Istanbul. Necessarily I did not need the TOEFL or IELTS or SAT or any of these scores, but as I had those scores already in my hand, I did not forget to upload them and as I uploaded them I’m sure these scores could create a better impression about me before the scholarship Committee so if you already have those scores, do not forget to upload them. and if you don’t have these scores and at the same time if your department, if your preferred Department or preferred university do not require those scores, do not go for those tests. So that’s all about this IELTS and TOEFL thing. It’s always better to go for TOEFL. If you have IELTS or TOEFL just submit the score. It doesn’t matter if you are applying for Turkish program or English Program and one of the best parts of this scholarship is you are going to have a 10-month Turkish language course which is really amazing. I’m sure you are going to enjoy this language course.
5. Extracurricular Activities
Having a big list of them is okay, having a very few of them is also okay. You know what, what’s the most important thing here? The most important thing is the extracurricular activities that you have participated in throughout your life and that you are going to mention in the application portal, how relevant when they are to the department or to the program that you are going to apply for. The relevance of them to the department and program you are applying for is the most important thing here. For example, I am applying for the Department of Journalism, for example. If I submit some awards that I won’t by attending in some science fair and science projects, It doesn’t make any sense. Instead of these, if I submit some of my articles that was published in some national newspapers and all, it would create much more value rather than the science project awards. Obviously you may have interest in science while you are applying for a Journalism major, but when you are applying for a Journalism majör obviously some writing staffs or something related to literature would be of more value. So when you are applying for the scholarship, try to think about the relevance. Don’t go for hundreds of extracurricular activities, rather go for only one or two which is having a very strong relevance to the department that you are going to apply for. That is really important. You may say, ‘I don’t have any ECA, are ECAs really important?’ Well, to get this answer go to the Turkiye Burslari website and check the evaluation process tab. In the evaluation process, it’s written very clearly that participation in social activities is one of the criteria based on what they shortlist the candidates. So if you are planning to apply for this scholarship the importance of ECA is really a lot. you should have ECAs. If you don’t have anything don’t lose your hope, still apply because maybe something that you have written in the motivation letter about yourself- that could grab the attention of the application committee and you got the call in the interview and finally you got selected. So never lose your hope, but it’s always encouraged to have some extracurricular activities that is related to your field that is related to the department that you are going to apply for.
6. Document Checklist
This point is really important. why important? for example tomorrow is the last date of application and today you’ve got to know that. If you want to apply, if you have all the documents that are required ready in your hand, you can do the application very fast. So I’m going to talk about the list of the documents that you need for applying for this scholarship. I think that’s really important that you write them down and you start preparing on those documents from now on.
1. A valid national identification document or a valid passport number
2. A recent photo of the candidate (Please note that the phot that you upload to the application system must be a proper portrait of yourself. Candidate photos which are not identifiable will undermine the evaluation of your application.)
3. National exams scores
4. Diploma or temporary certificates of graduation
5. Academic transcripts
6. International exam scores like SAT, GRE, GMAT and all if those are required by the University and the program that you are applying for and finally what you need is the language test scores, I mean, IELTS and TOEFL if and only if those test scores are required by the university and theprogram that you are going to apply for.
7. Online Application
From my experience, I would say, this is the easiest part. Trust me, this is the easiest part of the process, but yet that is the most important part. That’s very simple you might think that that’s very tough but actually not, it’s really simple. Just go to the Turkiye Burslari website and open an account there exactly the way you opened your Facebook account. Just open an account there and start filling in the information, like your name, your address and all your basic information, and step by step you will get all that you need to fill in there. At this point I must mention one more thing that you are not bound to complete the whole application process online at one go. So you can have several sits. So whenever you were free you can sit. You can do a bit progress and then you can log out and then again you can log in and do a bit of progress and then it can log out. So it’s not a must for you to do it in one go. So you can have your time and you can do it slowly. There is that option of motivation letter where you need to write about yourself and you need to answer some question like why you are applying for this scholarship what’s the motivation behind the departments that you are applying for, there are questions as such. Never have your friends or your teachers write those answers for you. Write those answers by yourself. You may think that your language sense is not that good, you cannot write really good English but never think about these. Just write, just give your best, just try to be yourself but never have anyone else write it for you. Just write it by yourself. That’s the best way, trust me. That’s the best way. There is also the option of recommendation letter in where you need to ask your teachers to write about you. For that I would say that the departments that you are applying for, that’s really important in this case, for example, I was applying for the Department of Journalism, so I went to my English teacher for having a recommendation letter. I did not go ton the physics teacher. If I wished I could have gone to the physics teacher. I was having a really good relation with all my science teachers like physics, biology and all, but I did not go to them because the English department is much more relevant to the department that I was going to apply for. So try to think about the department that you are going to apply for and the department at your school which is related to that very department. Go to that department’s teacher for asking for recommendation. Personally I submitted two recommendation letters, one from my teacher and one from the CEO of the organization where I was working in as I mentioned that extracurricular activities play a very important role in this scholarship so if you have this chance to get some recommendation letter from the CEO in the organization that you are working for. It’s really good. I’d suggest you to go for two recommendation letters. If you cannot afford a CEO as I did, do not worry. Just go for two teachers, maybe, if I wouldn’t have a CEO probably I would go for an English teacher and maybe a Bangla teacher because Bangla and English subjects are quite related to the Department of Journalism. I would obviously not go for Physics or Biology teacher. So yes, try to keep it in your mind while you are applying for the scholarship and while you are filling up the online application form. It’s really easy. Don’t worry, just give your best and try to be yourself because online application is the place where you are trying to put a reflection about yourself of your face. From those application things the scholarship committee will get a proper knowledge about you and basing on that they will call you for interview. So try to give it importance and don’t worry, it’s really easy.
8. Interview
I’m sure you all are so afraid of interview, maybe not all of you are afraid of interview, but I was really a bit nervous about interview because when I got the call for the interview, I came to know from the earlier applicants and also from online that the interview people those who were going to take the interview they’re going to come from Turkey. So I was thinking that how I’m gonna talk before those Turkish people. When I went inside the room I saw three Turkish people. They were sitting over there and they started to ask me so many questions. When I entered they stood up. They came to me and said ‘Merhaba’ and that ‘Merhaba’ is the very first Turkish word that I learnt from that interview. So that was really fun. they asked me so many questions related to my department, related to my faculty, related to my field of interest and all. I really enjoyed the interview, trust me, I felt so home in there. When I entered inside they also offered me some ‘Cay'(tea). They were asking if I love ‘Cay’ and I was so confused why ‘Cay’. There were so many unexpected things as such happened when I went inside the interview board and that was a very creative interview board. So what I’m gonna say you is try to be yourself in the interview. Never get nervous. When you go inside, have all the original documents that you have submitted in the application portal. Try to have all the original documents because in the interview the main thing that they do is they try to ensure that the documents that you have submitted are original so they will try to make a match of the documents that you have submitted and the original documents that you carry with you inside that interview and they are really fun. They are really nice. Do not worry at all about that and what I’d say is before you go there try to maybe learn two or three Turkish words. It maybe Tesekkur Ederim that means Thank You. you can learn this. when you finish the interview when you get out of the room you can say this Tesekkur Ederim to them and they will be really impressed, this is what I did. I mean they will try to be friends with you. You should also try to be friend with them. mThrough whatever you say, you should try to express your deep interest about Turkey, Turkish culture, Turkish language and all. One more thing, you may apply for the English program and they may ask you that why are you applying for the English program? You’re coming to Turkey. Why don’t you apply for the Turkish program? We will place you in some department where they provide the Turkish course. If they ask you so, do not say ‘No, I don’t want.’ Say ‘Yes, I want. I want to study in the Turkish departments,’ because through all the questions they want to examine whether you were really interested, whether you are really passionate about the scholarship and about Turkey and about its culture. And yes, try to answer everything in light of what you have written in the online application portal For example, in your motivation letter or in the answers of those questions that were written in the application portal you have already tried to explain yourself. So when you are trying to express yourself again in the interview try to talk the talk on the same points. Do not make so many differences. Try to be on point and try to express yourself the best way possible. and do some homework before you go for the interview. End of the day It’s really fun, it’s really nice. You will enjoy the interview, I’m sure, as I did.
9. Patience
Patience this word is really important when you are applying for this Turkish Government scholarship, trust me, the moment I applied for the online application, after applying in the online It was 2 months and 3 months I waited a long, I waited a long and still there was no mail. I got so confused whether I was selected or not and I kind of forgot that I applied and the moment I totally forgot that I applied I got the mail and the notification for the interview. So what I’m trying to say is it takes a long. Do not lose your hope, just have patience. From 175 countries 100,000 students applied for this scholarship in 2018 and out of this huge number 5000 students got selected for this scholarship. So you understand from this number that it is a very big project run by the Turkiye Burslari Committee. So the moment you apply online till the moment you get the final result, it may take around seven or eight months. So do not lose your hope, just have patience. I’m sure you will get your result, the result that you deserve you will get that. Just don’t worry and have patience. It’s really important.
10. The benefits that you’re going to enjoy
It’s a very wonderful scholarship. A lot of international students are already availing the scholarship. As a scholar of this scholarship here I’m having a lot of friends from different parts of the world and I’m really happy to get them all as my friends. There are so many things that you can enjoy, so many benefits that you can enjoy as a winner of this scholarship. Here goes the list of the benefits that you’re going to enjoy once you win the scholarship. University and program placement monthly scholarship- 700 per month for Bachelor’s 950 per month for Masters 1400 per month for PhD. All are in Turkish Lira, I mean, 700 Turkish Lira, 950 Turkish Lira, and 1400 Turkish Lira Tuition fee once-off return flight ticket Health Insurance Accommodation One year Turkish language course Turkey has been a very desirable destination for the international students from all over the world. So if you get a chance to study in some Turkish university availing the fully funded Turkish Government scholarship, it sounds really great, doesn’t it? So start preparing yourself for the Turkish Government scholarship application. I’m sure you all are going to be successful. Thank you so much for watching the video and thank you so much for being with HepTurkce HepTurkce helps you to develop your Turkish language. Suppose you have won the scholarship We have come to Turkey and you are having the course for 10 months Turkish language, during that moment HepTurkce will be of a great help of yours as it happened to me. While learning the Turkish language I took a lot of help from HepTurkce. So you can malso follow HepTurkce from now on. You can start following them on YouTube, on Facebook, on Instagram page of HepTurkce and also you have to follow the HepTurkce pages for getting notification about the videos that I’m making for you. These are related to Turkey Turkish culture, Turkish food and what not. So till the next video stay safe, stay well and thank you so much for being with us once again.
See you in the next video.
তুরস্কে পড়াশোনার জন্য পূর্ণ বৃত্তি পাওয়া সম্ভব কি? বিমান খরচ, টিউশন, থাকা-খাওয়া, স্বাস্থ্যবীমা এবং সবকিছু বহন করে এমন কোন বৃত্তি?
শুভেচ্ছা সবাইকে!
আমি শাকিল রেজা ইফতি, একজন বাংলাদেশি। তুর্কি সরকারের পূর্ণ বৃত্তি নিয়ে আমি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। এখানে আমি স্নাতক পর্যায়ে অধ্যয়নরত।
আজকের এই ভিডিওতে আমি ‘তুর্কিয়ে বুরসলারি’ সম্পর্কে, অর্থাৎ তুর্কি সরকারের বৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আজ আমি যেসব তথ্য নিয়ে আলোচনা করবো, সেগুলো ইতোমধ্যেই তুর্কিয়ে বুরসলারি ওয়েবসাইটে উল্লেখ করা আছে।
তাহলে কেন সময় নিয়ে আপনাদের এই ভিডিওটি দেখা উচিত? এটি আপনাদের দেখা উচিত কারণ এখানে তুর্কি সরকারের বৃত্তি সম্পর্কে বাংলাদেশ থেকে একজন আবেদনকারী এবং পরিশেষে একজন বিজয়ী হিসেবে আমার অভিজ্ঞতা থেকে দশটি ভিন্ন ভিন্ন বিষয় বর্ণনা করবো।
১। আবেদন করতে পারবেন কারা?
এই বৃত্তি প্রোগ্রামটি তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা পর্যায়ে পড়ালেখা করতে চান এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য।
সুতরাং আপনি যদি আপনার প্রতিষ্ঠানের শেষ বর্ষের শিক্ষার্থী হন এবং যে বছরে এই বৃত্তির জন্য আবেদন করতে চাচ্ছেন, সে বছরে আপনার প্রতিষ্ঠানের পড়ালেখা শেষ হয়, অথবা সেই প্রতিষ্ঠান থেকে আপনার পড়ালেখা যদি ইতোমধ্যেই শেষ হয়ে থাকে, আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। বয়সসীমা আছে অবশ্য একটা। ব্যাচেলর্স প্রোগ্রামের জন্য ২১ বছরের নিচে, মাস্টার্সের জন্য ৩০ এর নিচে এবং পিএইচডির জন্য ৩৫ বছর বয়সের নিচে বয়স হতে হবে।
সুতরাং আপনার বয়স এবং একাডেমিক যোগ্যতা যদি এসবের সাথে মিলে যায় আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন এবং একজন বিজয়ী হিসেবে উপভোগ করতে পারেন এর সুযোগ-সুবিধাগুলো।
২। কখন আবেদন করতে হয়?
শিক্ষার স্তর অর্থাৎ স্নাতক নাকি স্নাতকোত্তর এবং দেশের উপর ভিত্তি করে এই বৃত্তির আবেদন প্রক্রিয়া আগে তিনটি রাউন্ডে পরিচালিত হতো। কিন্তু ২০১৯ সাল থেকে বৃত্তি কর্তৃপক্ষ এটাকে একটি মাত্র রাউন্ডে পরিচালিত করছে।
২০১৯ সালের কথা যদি বলি, সে বছর প্রায় এক মাসের মতো চলেছিল এই প্রক্রিয়া। জানুয়ারির ১৫ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির ২৪ পর্যন্ত ছিল অনলাইন আবেদনের সময়কাল। সুতরাং আসছে বছরে যদি আপনার এই বৃত্তির জন্য আবেদন করার পরিকল্পনা থাকে, এখনই আপনার ডেস্কের ক্যালেন্ডারে এই সময়কালটা দাগিয়ে রাখুন। কারণ আমি আগ্রহী বেশ কিছু শিক্ষার্থীকে দেখেছি এই সময়সীমা সম্পর্কে না জানার জন্য শেষমেশ আবেদন করে উঠতে পারেননি। সুতরাং এই সময়কালটা নোট করে রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আসছে বছরের জানুয়ারিতে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে।
৩। একাডেমিক যোগ্যতা
এই বৃত্তির জন্য সর্বনিম্ন একাডেমিক যোগ্যতা নির্ধারিত করা আছে। ব্যাচেলর্সের জন্য আবেদন করতে চাইলে ৭০ শতাংশ, অন্ততপক্ষে ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। মাস্টার্স অথবা পিএইচডির জন্য ৭৫ শতাংশ এবং মেডিসিন অনুষদের জন্য কমপক্ষে ৯০ শতাংশ নম্বর থাকতে হবে।
আপনার নম্বর যদি এই নির্ধারিত শতাংশের সাথে না মেলে, আপনার কি হাল ছেড়ে দেওয়া উচিত? উত্তর হল, না! সবসময় অবশ্যই আপনার উচিত চেষ্টা চালানো। এমনও তো হতে পারে যে আপনি আপনার মোটিভেশন লেটারে এমন কিছু একটা লিখেছেন যেটা দেখে কর্তৃপক্ষ পছন্দ করেছে এবং আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। বলা খুব কঠিন। তাই চেষ্টা করুন। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। কিন্তু অবশ্যই সবসময় খুব ভালো নম্বর থাকাটা আপনার জন্যই ভালো। কারণ নম্বর যত ভালো, সুযোগ ততোই বেশি।
৪। আইইএলটিএস, টোফেল, স্যাটের মতো আন্তর্জাতিক স্কোরগুলো
এই স্কোরগুলোর প্রয়োজনীয়তা পুরোপুরি নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের চাওয়া-না চাওয়ার উপর।
সুতরাং বিশ্ববিদ্যালয় তালিকা নির্ধারণ করার আগে অবশ্য সেগুলোর ওয়েবসাইট আলাদা আলাদাভাবে দেখে নিতে হবে। আপনার আবেদন করতে চাওয়া বিশ্ববিদ্যালয় এবং বিভাগ যদি এই আন্তর্জাতিক স্কোরগুলো চেয়ে থাকে, তবেই আপনার থেকে সেগুলো চাওয়া হবে। যদি আপনার তালিকার বিশ্ববিদ্যালয় ও বিভাগে এই স্কোরগুলোর প্রয়োজনীয়তা না থাকে, তাহলে সেগুলোর দরকার হবে না। সুতরাং আপনি কোন বিভাগ এবং কোন অনুষদে আবেদন করছেন সেটার উপর নির্ভর করে এই আন্তর্জাতিক স্কোরগুলোর প্রয়োজনীয়তা যাচাই করুন।
টোফেল নাকি আইইএলটিএস?
আমি নিশ্চিত আপনাদের সবার মনেই এই প্রশ্ন। বিশেষ করে বিদেশে পড়ালেখার পরিকল্পনা করলে এই প্রশ্ন সবার আগেই আসে। টোফেল পরীক্ষা দেওয়া উচিত, নাকি আইইএলটিএস? তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার অনলাইন সার্চ থেকে জেনেছি সবগুলো বিশ্ববিদ্যালয়ই টোফেল স্কোর গ্রহণ করে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আইইএলটিএসও গ্রহণ করে।
সুতরাং যতক্ষণ আপনি জানেন না কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, ততক্ষণ টোফেলই আপনার জন্য নিরাপদ। কারণ সব বিশ্ববিদ্যালয়ই টোফেল গ্রহণ করে থাকে। সুতরাং টোফেল সবসময় আপনার জন্য নিরাপদ।
এ পর্যায়ে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে কোন ভাষায় পড়ালেখা হয়ে থাকে, সেটি সম্পর্কে বলতে চাই। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই তুর্কি ভাষায় পড়িয়ে থাকে। অনেক গুলো বিশ্ববিদ্যালয়ই অবশ্য ইংরেজি ভাষায় পড়িয়ে থাকে। আপনার পড়ার ভাষা ইংরেজি হোক, আর তুর্কি হোক, যেটাই হোক না কেন- এই বৃত্তির আওতায় আপনাকে অবশ্যই এক বছরের তুর্কি ভাষা কোর্স নিতে হবে। এই তুর্কি ভাষা শেখার সুযোগটা এই বৃত্তির সবচেয়ে সুন্দর একটি দিক। আমি অবশ্যই বিনামূল্যে একটি ভাষা শেখার সুযোগ পেলে খুব খুশি হবো। আপনারাও নিশ্চয়ই হবেন! দশ মাসের এই তুর্কি ভাষার কোর্স আপনার জন্য খুব সুন্দর একটি অভিজ্ঞতা হতে চলেছে। আরও একটি প্রশ্ন। ধরুন আপনি তুর্কি ভাষায় পড়ানো হয় এমন প্রোগ্রামে এপ্লাই করছেন।
আপনার কি টোফেল অথবা আইইএলটিএস এর দরকার আছে?
উত্তর এভাবে দেবো, যদি আপনার কাছে এই স্কোরগুলো থেকে থাকে, সেগুলো জমা দিতে ভুলবেন না। উদাহরণস্বরুপ, আমি যে বিভাগে পড়ছি- সাংবাদিকতা বিভাগ, সেখানে টোফেল, আইইএলটিএস অথবা স্যাট এসবের দরকার ছিল না। কিন্তু যেহেতু আমার কাছে আইইএলটিএস এবং স্যাট স্কোর ইতোমধ্যেই ছিল, আমি সেগুলো জমা দেওয়াটা মিস করিনি। আমি নিশ্চিত এই স্কোরগুলো কর্তৃপক্ষ বেশ আমলে নিয়েছেন এবং ভালোভাবেই গ্রহণ করেছেন। তাই যদি এই স্কোরগুলো থাকে, অবশ্যই আপলোড করুন। না থাকলে এবং একই সাথে যদি বিশ্ববিদ্যালয়েও সেগুলোর দরকার না হয়, মোটেও এই স্কোরগুলো নিয়ে ভাবার কারণ নেই।
সুতরাং এই ছিল আইইএলটিএস এবং টোফেল নিয়ে কথা। টোফেল সবসময়ের জন্য নিরাপদ।যদি আপনার কাছে আইইএলটিএস অথবা টোফেল ইতোমধ্যেই থেকে থাকে, অবশ্যই জমা দিন, যে বিভাগেই আবেদন করুন না কেন। এই বৃত্তির একটি সেরা দিক হল দশ মাসের তুর্কি ভাষার কোর্স। আমি নিশ্চিত আপনারা এই কোর্স খুব উপভোগ করবেন।
৫। সহপাঠ্যক্রমিক কার্যক্রম
একটি বড় তালিকাও চলবে, খুব ছোট একটিও চলবে। জানেন কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে কী? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যে বিষয়ে পড়তে চাইছেন, সেই বিষয়ের সাথে আপনার সহপাঠ্য কার্যক্রম কতটা প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আমি সাংবাদিকতা বিভাগের জন্য আবেদন করছি। এখন আমি যদি কোন বিজ্ঞান মেলার পুরস্কার সেখানে উল্লেখ করি, বিষয়টা খুব খাপছাড়া শোনাবে। কিন্তু এর পরিবর্তে যদি আমি আমার জাতীয় পত্রিকায় প্রকাশিত কোন লেখালেখি জমা দিই, সেটা আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। অবশ্যই সাংবাদিকতায় আবেদন করছেন বলে আপনার বিজ্ঞানে আগ্রহ থাকতে পারে না, সেটা বলছি না। লেখালেখির কোন স্যাম্পল অথবা সাহিত্য সম্বন্ধীয় কোন অর্জন এ ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্যতা পাবে। সুতরাং এই প্রাসঙ্গিকতা সম্পর্কে ভাবুন।
শ’খানেক সহপাঠ্যক্রমিক অর্জনের চেয়ে বরং একটি অথবা দুইটিই হয়তো আপনার জন্য ভালো ফল বয়ে আনবে, যে একটি অথবা দুইটির সাথে আপনার বিভাগের খুব শক্ত প্রাসঙ্গিকতা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বলতে পারেন, সহপাঠ্যক্রমিক কোন অর্জন আপনার নেই, এসব কি আসলেও গুরুত্বপূর্ণ?
তুর্কিয়ে বুরস্লারির ওয়েবসাইটে স্পষ্ট করে লেখা আছে যে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অনেকগুলো বিষয়ের একটি, যার উপর ভিত্তি করে আবেদনকারীদের থেকে সেরাদের নির্বাচন করা হয়।
সুতরাং আপনি যদি এই বৃত্তির জন্য আবেদন করতে চান, সহপাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্ব অনেক। যদি আপনার কোন অর্জন না থাকে, হতাশ হবেন না। এরপরেও আবেদন করুন। কারণ হয়তো আপনার আবেদনের কোন একটা জায়গার কোন একটা বাক্য কর্তৃপক্ষের পছন্দ হয়ে যেতে পারে, এবং আপনি হয়তো সেজন্যই ইন্টারভিউয়ে ডাক পেয়ে যেতে পারেন। সুতরাং আশাহত না হয়ে চেষ্টা করুন। তবে পছন্দের বিভাগের সাথে প্রাসঙ্গিক কিছু সহপাঠ্যক্রমিক কার্যক্রমে এখন থেকেই যুক্ত হয়ে যেতে পারেন।
৬। প্রয়োজনীয় ডকুমেন্ট
এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ধরুন আগামীকাল আবেদনের সময়সীমা শেষ হবে। আর আপনি সেটা জেনেছেন আজকে। আপনার কাছে যদি এই মুহূর্তে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থেকে থাকে তবেই আপনি খুব দ্রুত করে ফেলতে পারেন এই আবেদন। সুতরাং এই ডকু্মেন্টের তালিকাটা নোট করে রাখা খুব গুরুত্বপূর্ণ। এখন থেকেই সেগুলোর প্রস্তুতিতে আপনি মনোনিবেশ করতে পারেন।
১। জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট(মেয়াদ আছে এমন)
২। আবেদনকারীর সাম্প্রতিক সময় তোলা ছবি
মনে রাখা ভালো, এই ছবিটি যেন স্পষ্ট হয় এবং
সেখানে আবেদনকারীর প্রকৃত উপস্থাপন হয়।
নতুবা আবেদনের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে।
৩। জাতীয় পরীক্ষার নম্বর (বোর্ড পরীক্ষা)
৪। ডিপ্লোমা অথবা পরীক্ষায় উত্তীর্ণের অস্থায়ী সনদপত্র
৫। একাডেমিক নম্বরপত্র
৬। আন্তর্জাতিক স্কোর যেমন স্যাট, জিআরই, জিম্যাট ইত্যাদি যদি সেগুলো বিশ্ববিদ্যালয় এবং বিভাগ থেকে চাওয়া হয়ে থাকে
এবং সবশেষে যেটা দরকার তা হল ভাষা সার্টিফিকেট অর্থাৎ আইইএলটিএস, টোফেল যদি এবং কেবল যদি বিশ্ববিদ্যালয় ও বিভাগ সেগুলো চেয়ে থাকে।
৭। অনলাইন আবেদন
আমার অভিজ্ঞতা বলে, এটা আবেদন প্রক্রিয়ার সবচেয়ে সহজ স্তর অথচ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। হয়তো ভাবতে পারেন, এটা খুব জটিল। কিন্তু আসলে খুবই সহজ। তুর্কিয়ে বুরসলারি ওয়েবসাইটে যান। ঠিক ফেসবুক একাউন্ট আমরা যেভাবে চালু করি, সেভাবে একটি একাউন্ট খুলুন। তথ্যগুলো পূরণ করতে শুরু করুন একে একে। মৌলিক তথ্যাবলি, এবং একে একে আপনি সমস্ত অপশন পেতে থাকবেন। আরও একটি বিষয় এখানে উল্লেখ করা দরকার। আপনাকে কিন্তু একবারেই সমস্তটা পূরণ করতে হবে না। যখনই সময় হবে, ঠান্ডা মাথায় একাউন্টে লগ ইন করে একে একে সমস্ত তথ্য পূরণ করতে পারেন। যত খুশি তত লগ ইন করতে পারবেন। সুতরাং খুব জলদি করতে হবে, এমন না। সময় নিয়ে করুন ওখানে মোটিভেশন লেটার জমা দেওয়ার একটা অপশন আছে। আপনাকে নিজের সম্পর্কে লিখতে হবে এবং কিছু প্রশ্নের উত্তর করতে হবে। যেমন কেন এই বৃত্তির জন্য আবেদন করছেন পছন্দের বিভাগ কেন এটা এটা, এরকম কিছু প্রশ্ন। কখনোই আপনার শিক্ষক অথবা বন্ধুদের দিয়ে সেগুলো লিখিয়ে নেবেন না। নিজেই লিখবেন। আপনি হয়তো ভাষাগত দক্ষতা নিয়ে হীনমন্যতায় ভুগতে পারেন, কিন্তু সেটা নিয়ে একদম ভাববেন না। নিজের মতো করে নিজের ভাষায় লিখবেন। এটাই সেরা অপশন। একদম নিজের মতো করে লিখুন।
আরও একটি অপশন থাকে, রিকমেন্ডেশন লেটারের। যেখানে আপনার শিক্ষক আপনার সম্পর্কে লিখবেন। এটার জন্য আমি বলবো আপনি কোন বিভাগে আবেদন করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। যে বিষয়ের জন্য আবেদন করছেন সেই বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষকের থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়াটা ভালো। যেমন আমি সাংবাদিকতা বিভাগের জন্য আবেদন করছিলাম, যার জন্য ইংরেজি বিভাগের শিক্ষকের থেকে লেটার নিয়েছিলাম। পদার্থ বিজ্ঞানের শিক্ষকের থেকে নিইনি। চাইলে পদার্থ বিজ্ঞানের শিক্ষকের থেকে নিতে পারতাম। বিজ্ঞান বিভাগের শিক্ষকদের সাথে আমার বেশ ভালো যোগাযোগ ছিল। কিন্তু আমি তাঁদের কাছে যাইনি, কারণ ইংরেজি বিভাগ আমি যে বিষয়ের জন্য আবেদন করছিলাম, সেই বিষয়ের সাথে সবচেয়ে বেশি যায়। সুতরাং যে বিষয়ে আবেদন করছেন, সে বিষয়ের সাথে যায় এমন বিষয়ের শিক্ষকের থেকে রিকমেন্ডেশন লেটার নিন।
আমি দুটো রিকমেন্ডেশন লেটার জমা দিয়েছিলাম। একটি আমার শিক্ষকের থেকে। আর আরেকটি একটি অরগানাইজেশনের সিইওর কাছ থেকে, যেখানে আমি কাজ করতাম। যেমনটা আমি বলেছিলাম, সহপাঠ্যক্রমিক কার্যক্রম এই বৃত্তির জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি পড়ালেখার বাইরেও কাজ করেছেন এমন কোন জায়গার প্রধান থেকে যদি রিকমেন্ডেশন নিতে পারেন সেটা খুব ভালো হবে আপনার জন্য। সুতরাং আমি আপনাকে বলবো দুটো রিকমেন্ডেশন লেটার জমা দিতে। যদি আপনি আমার মতো কোন সিইওর থেকে রিকমেন্ডেশন লেটার নিতে না পারেন, একদম হতাশ হওয়ার কিছু নেই।
দুইজন শিক্ষকের থেকেই নিয়ে নিন। আমার যদি সিইও না থাকতেন, হয়তো একটি নিতাম ইংরেজি শিক্ষকের থেকে আর আরেকটি হয়তো বাংলার শিক্ষকের থেকে। কারণ বাংলা ও ইংরেজি বিষয়দুটো সাংবাদিকতা বিভাগের সাথে সবচেয়ে বেশি যায়, পদার্থ বিজ্ঞান অথবা জীববিজ্ঞানের তুলনায়। সুতরাং এই বিষয়টি আবেদনের সময় মনে রাখবেন অবশ্যই। সব মিলিয়ে এই আবেদন প্রক্রিয়া সত্যিই খুব সহজ। শুধু নিজের মতো করে মন দিয়ে আবেদন করুন। এই অনলাইন আবেদনেই কিন্তু আপনি আপনার একটি প্রতিচ্ছবি রেখে দেন। সেটার উপর ভিত্তি করেই আপনাকে বৃত্তি কর্তৃপক্ষ ইন্টারভিউয়ের জন্য নির্বাচন করে থাকেন। সুতরাং এটাতে অবশ্যই খুব গুরুত্ব দেবেন।
৮। ইন্টার্ভিউ
আপনারা সবাই হয়তো ইন্টার্ভিউ নিয়েবেশ ভয় পান, আরকি সবাই না, কেউ কেউ হয়তো। আমিও বেশ খানিকটা ভয়েই ছিলাম এটা নিয়ে। পূর্ববর্তী আবেদনকারীদের থেকে জেনেছিলাম কিছু তুর্কি মানুষ আসবেন ইন্টার্ভিউ নিতে। খুব ভাবছিলাম, কিভাবে উনাদের সামনে কথা বলবো। কিভাবে কী হবে, এটা সেটা আর কত চিন্তা।
ঘরে ঢুকতেই দেখি তিনজন তুর্কি ভদ্রলোক। আমাকে দেখে দাঁড়ালেন। কাছে এসে বললেন ‘মেরহাবা’। এটাই আমার শোনা প্রথম তুর্কি শব্দ। শুরু করলেন কত রকমের প্রশ্ন। সবটাই ছিল খুব আনন্দদায়ক, বেশ মজার। আমার বিভাগ এবং পছন্দের বিশ্ববিদ্যালয়, আমার পছন্দের ক্ষেত্র সব মিলিয়ে কত শত প্রশ্ন তাঁদের! এই ইন্টার্ভিউ আমি খুব উপভোগ করেছিলাম। উনারা আমাকে এমনকি চা’ও অফার করেছিলেন। আমি খুব হকচকিয়ে গিয়েছিলাম। এমনই সব কান্ড ঘটেছিল সেখানে। ইন্টার্ভিউ বোর্ডটা ছিল খুব সৃজনশীল। তাই বলবো, মোটেও দুশ্চিন্তিত হবেন না।
যখন ভেতরে যাবেন, অবশ্যই সাথে সমস্ত অরিজিনাল কাগজপত্র রাখবেন। কারণ ইন্টার্ভিউয়ে মূলত অনলাইনে জমা করা ডকুমেন্টগুলো সত্য কি না, তা যাচাই করা হয়ে থাকে। আপনার অনলাইনে জমা করা ডকুমেন্টগুলোর সাথে সেগুলোর অরিজিনাল কপি উনারা মিলিয়ে দেখেন। খুব মজার মানুষ তাঁরা, খুব ভালো। তাই একদম দুশ্চিন্তার কারণ নেই। দুই একটি তুর্কি বাক্য শিখে যেতে পারেন। যেমন ধরুন, তেশেক্কুর এদেরিম, যার অর্থ হল ধন্যবাদ। ইন্টার্ভিউ শেষ হওয়া মাত্র বের হওয়ার আগে উনাদেরকে এটা বলে বের হতে পারেন। বেশ খুশিই হবেন উনারা। আমি করেছিলাম এটা। মানে, উনারা চাইবেন আপনার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে, আপনারও উচিত হবে উনাদের সাথে তেমনটা করা। যেটাই বলবেন সেটার মধ্য দিয়ে তুরস্কের প্রতি আপনার গভীর আগ্রহ প্রকাশ করবেন। আরও একটি বিষয়। আপনি হয়তো ইংরেজি প্রোগ্রামে আবেদন করছেন।
উনারা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারেন, কেন আপনি ইংরেজি প্রোগ্রামে আবেদন করছেন? আপনি তুরস্কে আসছেন, কেন তুর্কি প্রোগ্রামে আবেদন করছেন না? আমরা আপনাকে তুর্কি প্রোগ্রাম অফার করতে চাই। যদি আপনাকে তাঁরা এভাবে প্রশ্ন করেন, উত্তরে আপনি রাজি না, ঠিক এভাবে না বলে, আপনি রাজি, এটা বলতে পারেন। কারণ উনারা প্রতিটি প্রশ্নের মধ্য দিয়ে তুরস্কের প্রতি আপনি কতটুকু আগ্রহী সেটা যাচাই করতে চান। এই বৃত্তি সম্পর্কে আপনি আসলেও খুব আগ্রহী কি না সেটি যাচাই করতে চান। আর হ্যাঁ, যেটাই উত্তর করুন না কেন অনলাইন আবেদনে যা যা লিখেছেন, তাঁর প্রেক্ষিতে করুন। এই যেমন, মোটিভেশন লেটার অথবা বিভিন্ন প্রশ্নের উত্তরে ইতোমধ্যেই আপনি নিজের সম্পর্কে ওদেরকে বুঝিয়েছেন। সুতরাং যখন ইন্টার্ভিউয়ে সে কাজটা আবার করতে যাচ্ছেন, অবশ্যই একই বিষয়গুলোর উপর কথা বলুন। খুব বেশি আলাদা কিছু না বলে একই পয়েন্টগুলোর উপর সেরা পথে নিজেকে বর্ণনা করুন এবং ইন্টার্ভিউ শুরু করার আগে অনলাইন থেকে বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে ভালোমতো সবটা জেনে নিন। সবটা খুব সহজভাবেই যায়, নিশ্চয়ই ইন্টার্ভিউটা খুব উপভোগ করবেন, আমার বিশ্বাস।
৯। ধৈর্য
এই বৃত্তির জন্য ধৈর্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনলাইন আবেদন থেকে শুরু করে একদম ফলাফল পাওয়া অবধি অনেক সময় লেগে যায়। ২ মাস যায়, ৩ মাস যায়, অনেক অপেক্ষা করেছি। তারপরেও কোন মেইল পাইনি। যখন পুরোপুরি ভুলেই গিয়েছিলাম যে আবেদন করেছিলাম, তখন মেইল এলো ইন্টার্ভিউয়ের। সুতরাং যেটা বলতে চাইছি, সেটা হল- সময় খুব বেশ লেগে যায়। আশাহত না হয়ে তাই অপেক্ষা করুন। ২০১৮ সালে ১৭৫ টি দেশের ১০০,০০০ শিক্ষার্থী আবেদন করেছিল, যার মধ্য থেকে ৫০০০ শিক্ষার্থী শেষমেশ নির্বাচিত হয়। সুতরাং বুঝতে পারছেন, তুর্কিয়ে বুরসলারি পরিচালিত খুব বড় একটি প্রজেক্ট এটি। সুতরাং অনলাইনে আবেদন করা থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল পাওয়া অবধি সাত থেকে আট মাস সময় লেগে যেতে পারে। তাই আশাহত না হয়ে ধৈর্য রাখুন। আপনি অবশ্যই আপনার জন্য যোগ্য যে ফলাফল সেটিই পাবেন।
১০। যে সকল সুবিধা পেতে চলেছেন
এটি একটি অসাধারণ বৃত্তি প্রোগ্রাম। প্রচুর আন্তর্জাতিক শিক্ষার্থী ইতোমধ্যেই এই বৃত্তি গ্রহণ করে তুরস্কে পড়তে এসেছে। এ জন্যই আমার বন্ধু তালিকায় এখন রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী। এই বৃত্তি গ্রহণ করলে বেশ কিছু সুবিধা আপনি উপভোগ করতে পারেন।
সেসকল সুযোগ সুবিধার তালিকা এ পর্যায়ে উল্লেখ করছি।
-বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম প্লেসমেন্ট
-মাসিক বৃত্তি- ব্যাচেলর্সের জন্য ৭০০,
মাস্টার্সের জন্য ৯৫০,
পিএইচডির জন্য ১৪০০,
সবটাই টার্কিশ লিরায়। অর্থাৎ ৭০০ টার্কিশ লিরা, ৯৫০ টার্কিশ লিরা এবং ১৪০০ টার্কিশ লিরা।
-টিউশন ফি
-একবার তুরস্কে আসা এবং একবার নিজ দেশে যাওয়ার বিমান খরচ
-স্বাস্থ্য বিমা
-থাকার জায়গা (খাওয়াসহ)
-এক বছরের তুর্কি ভাষার কোর্স
তুরস্ক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুব পছন্দের একটি গন্তব্যে পরিণত হয়েছে।
তুরস্কের কোন একটি বিশ্ববিদ্যালয়ে তুর্কি সরকারের পূর্ণ বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পেলে মন্দ হয় না, তাই নয় কি? সুতরাং এখন থেকেই শুরু করুন প্রস্তুতি। অবশ্যই আপনি সফল হবেন।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ হেপ তুরকচে’র সাথে থাকার জন্য।
তুর্কি ভাষা শেখার ক্ষেত্রে হেপ তুরকচে আপনাকে সাহায্য করে থাকে। ধরুন বৃত্তি পেয়েছেন, তুরস্কে এসেছেন, ১০ মাসের তুর্কি ভাষার কোর্স করছেন।
এই সময়টায় হেপ তুরকচে আপনার জন্য খুব উপকারী হতে পারে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল।
সুতরাং আপনি এখন থেকেই হেপ তুরকচে’র সাথে থাকতে পারেন
ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রামে ফলো করতে পারেন হেপ তুরকচে’র পেইজ। আর হ্যাঁ, আপনাদের জন্য তুরস্কের বিভিন্ন বিষয়ের উপর
বানানো আমার ভিডিওগুলো দেখতে চাইলেও অবশ্যই হেপ তুরকচে ফলো করুন! পরের ভিডিও পর্যন্ত খুব ভালো থাকবেন। সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।